বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই মুহূর্তে কলকাতা পৌরসভার অবস্থা বড়ো অসহায়। গত কয়েকদিনের বৃষ্টিতে ধীরে ধীরে জলের তলায় চলে গেছে কলকাতা। কলকাতা ও শহরতলির অধিকাংশ অঞ্চল জলে ডুবে গেছে। কোথাও গোড়ালি বা কোথাও হাঁটু ডুবে যায় এমন জল। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বহু রাস্তাতেই স্রোতের মতো চলেছে প্রবাহ। কলকাতার হাসপাতালগুলোতেও জল ঢুকে পড়ায় চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অধিকাংশ জায়গাতেই জল প্রবেশের ফলে হাসপাতালে আসা রোগীরা চূড়ান্ত অসুবিধায় পড়েছেন। যাত্রী পরিবহন ব্যবস্থাও স্থবির হয়ে পড়েছে।

কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও। তা ছাড়া রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। তার ফলে সোমবার রাত থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। মেয়র ফিরহাদ হাকিম সহ আধিকারিকরা জানাচ্ছেন, অল্প সময়ে এতো বেশি বৃষ্টি হওয়ায় পাম্পি স্টেশনেগুলোকে কাজে লাগানো যাচ্ছে না। তারমধ্যে কোটালে গঙ্গার জল গেছে বেড়ে। অসহায় হয়ে এই অবস্থা মেনে নিতে বাধ্য হচ্ছে কলকাতা পৌরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *