বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভারতের কাছে চিনের মাধ্যমে পাকিস্তান একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কারণ চিন পাকিস্তানের হাতে ইতিমধ্যে পঞ্চম যুদ্ধ বিমান তুলে দিচ্ছে। স্বাভাবিক কারণেই ভারত যথেষ্ট উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে ভারতকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া। ভারতকে তাদের তৈরি পঞ্চম প্রজন্মের ‘সু-৫৭ই’ স্টেলথ ফাইটার ও ৪.৫ জেনারেশনের অ্যাডভান্সড ‘সু-৩৫এম’ এয়ার সুপিরিওরিটি জেট দেওয়ার প্রস্তাব দিয়েছে পুতিনের দেশ। আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই সময় যুদ্ধবিমান কেনা নিয়ে চুক্তি হতে পারে।
চিন-পাকিস্তানের চেয়ে বেশি শক্তিশালী হতে আপাতত মিত্র দেশের কাছ থেকে বেশ কয়েকটি ফিফথ জেনারেশন যুদ্ধবিমান কেনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রতিরক্ষা সচিব আর কে সিং।রাশিয়ার অস্ত্র রফতানিকারী সংস্থা রসটেক ও সুখোইয়ের তরফে প্রস্তাবে বলা হয়েছে, নাসিকে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডে (হ্যাল) ‘সু-৫৭ই’ স্থানীয়ভাবে যাতে ভারত তৈরি করতে পারে তার জন্য রাশিয়া সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করতে রাজি আছে। উল্লেখ্য, হ্যালের ওই জায়গায় এর আগেও রাশিয়ার সাহায্য ২২০টিরও বেশি ‘সু-৩০এমকেআই’ যুদ্ধবিমান তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রক।
