বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১৪ বছর পর টোরি শাসনের অবসানে ২০২৪ সালে প্রধানমন্ত্রিত্ব খুইয়েছিলেন ঋষি সুনাক। এবার তিনি যোগ দিলেন গোল্ডম্যান স্যাকস নামের এক বিনিয়োগ সংস্থায়। এর আগেও তিনি সেখানে চাকরি করেছেন। এবার নতুন করে সেখানে যোগ দিলেন তিনি। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন সুনাক। এবার নিউ ইয়র্কের নামী সংস্থায় চাকরি করবেন তিনি। তবে এখানে যা বেতন পাবেন তার সবটাই দান করে দেবেন। ‘দ্য রিচমন্ড প্রোজেক্ট’ নামের একটি প্রকল্পে সব অর্থ চলে যাবে।
এই প্রকল্পটি শুরু করেছিলেন সুনাক ও তাঁর স্ত্রী। প্রসঙ্গত, এই সংস্থার সঙ্গে তিনি যুক্ত ছিলেন ২০০১ সাল থেকে। প্রথমে ইন্টার্ন ও পরে জুনিয়র অ্যানালিস্ট পদে থাকার পর ২০০৪ সালে চাকরি ছাড়েন সুনাক। পরে যোগ দেন টিসিআই নামের আরেক সংস্থায়। এত বছর পরে, দুই দশক পেরিয়ে নিজের সেই ভূতপূর্ব সংস্থাতেই ফিরলেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী। হারের পর কনজার্ভেটিভ পার্টির নেতৃত্বও ছাড়েন সুনাক। বর্তমানে তিনি রিচমন্ড এবং নর্থালারটনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।
