বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রক্তদানের কোনো বিকল্প নেই – একথ আমরা সবাই জানি। কিন্তু এটা কি জানি যে, রক্তদান করলে রক্তদাতার শরীর অনেকটাই ভালো থাকে! রক্তদান শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্ভাবনা কমে যায় মারণ রোগ ক্যানসারের। সচেতন করছেন চিকিৎসকেরা। রক্তদান শুধুমাত্র একজন রোগীর প্রাণ বাঁচানোর উপায় নয়, বরং এটি হতে পারে নিজের শরীরকে সুস্থ রাখার এক চাবিকাঠিও। জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসকরা জানাচ্ছেন, নিয়মিত রক্তদান করলে ক্যানসার সহ একাধিক রোগের ঝুঁকি কমে যায় । কারণ, রক্তদানের ফলে দেহে নতুন রক্তকণিকা তৈরি হয়, যার ফলে শরীর আরও চনমনে হয়ে ওঠে।

শহরের একাধিক ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা থাকলেও, তরুণ প্রজন্মের অনীহা তা পূরণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। রক্ত দিলে শরীর দুর্বল হয়ে পড়বে, এমন ভ্রান্ত ধারণা থেকেই অনেকে রক্ত দিতে ভয় পান। অথচ চিকিৎসা বলছে, সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলারা বছরে ৩-৪ বার অনায়াসে রক্ত দিতে পারেন। রক্তদান শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই উপকারী। একফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ, বদলে দিতে পারে একটি পরিবার। তাই আর দেরি নয়, এবার সচেতন হয়ে রক্তদানে এগিয়ে আসুন আপনিও!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *