বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আন্দুল মানেই এক রাজবাড়ির রোমাঞ্চকর কাহিনি। বিশালাকৃতি এই রাজবাড়ি যে ভগ্নপ্রায়, তা কিন্তু বলা যাবে না। সে সময়ের এই অট্টালিকা অপূর্ব রূপ আজও ধরা দেয়। ১৯১ বছরের ঐতিহ্য বহন করছে এই বাড়ি। বাড়ির চারপাশ ঘুরলেই আপনার মনে হবে পাঁচিলের গায়ে ইতিহাসের গন্ধ মাখা। আন্দুল রাজবাড়ি উনিশ শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল। রাজবাড়ি স্থাপিত হয় ১৮৩৪ সালে, স্থাপন করেছিলেন রাজা রাজনারায়ণ রায়বাহাদুর। আন্দুল রাজ পরিবারের সৃষ্টি হয় রামলোচন রায়ের হাত ধরে। তিনি ছিলেন লর্ড ক্লাইভের দেওয়ান। পরে ওয়ারেন হেস্টিংসেরও দেওয়ান হন। ওই সময়েই তিনি প্রভূত ধনসম্পত্তির অধিকারী হন।

ওই সময়েই তিনি প্রভূত ধনসম্পত্তির অধিকারী হন। আন্দুল রাজ পরিবারের সঙ্গে পাশাপাশি উচ্চারিত হয় শোভাবাজার রাজপরিবারের নাম| দু’টি পরিবারের সৃষ্টির ইতিহাস সমসায়য়িক বলেই জানান আন্দুল রাজ পরিবারের সদস্যেরা। পাশেই রয়েছে রাজবাড়ির অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরের প্রবেশমুখেই রাখা রয়েছে কামান। আন্দুল রাজবাড়ির স্থাপত্য সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এটি ইউরোপীয় এবং ঐতিহ্যবাহী বাঙালি শৈলীর মিশ্রণ, এর মার্জিত সম্মুখভাগ, সুউচ্চ স্তম্ভ এবং জটিল খোদাই সহ। এস্টেটকে ঘিরে থাকা বিশাল উঠোন এবং বাগানের কারণে প্রাসাদের মহিমা আরও বেড়ে যায়। বর্তমানে আন্দুল রাজবাড়িতে মিত্র পরিবারের বাস। রাজপ্রাসাদের পশ্চিম দিকে রয়েছে অন্নপূর্ণার মন্দির। অন্নপূর্ণা ছাড়াও বিভিন্ন দেবদেবী সেখানে নিয়ম মেনে পুজিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *