বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত খনন কাজ শুরু করল পার্পেল লাইনের নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগাম লিমিটেড বা আরভিএনএল। খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে মেট্রোর যেই লঞ্চিং শাফ্টটি করা হয়েছে সেখান থেকেই আজ এই অংশের প্রথম টানেল বোরিং মেশিন বা টিবিএম ‘ দুর্গা ‘ খনন কাজ শুরু করল।
খিদিরপুরের সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭ কিমি দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ হবে। এরপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ৯৫০ মিটার খনন হবে। প্রায় ৯০ মিটার লম্বা TBM বা টানেল বোরোং মেশিন দিয়ে খননকার্য চলছে। টানেল বোরিং মেশিনটির ওজন ৬৫০ টন।
