বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী আক্ষ্যা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের। নিন্দা ও প্রতিবাদের ঝড় জেলা জুড়ে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্রের ১১ নং প্রশ্ন, যেখানে লেখা রয়েছে “মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন ?” আর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নপত্র নিয়ে একদিকে যেমন নিন্দা জানিয়েছেন মেদিনীপুরের বিপ্লবীদের পরিবারের সদস্যরা।
তেমনই প্রতিবাদ জানিয়েছেন শিক্ষানুরাগীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও ইতিহাস বিভাগের অধ্যাপককে এবিষয়ে ফোন করা হলে কেউ ফোন ধরেননি।
।
