বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পানিহাটি ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় এক যুবক-যুবতীর মধ্যে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে।।সেই অভিযোগকে কেন্দ্র করে শালিশি সভা বসে ওয়ার্ড অফিসে।।সালিশি সভায় ডেকে যুবক ও যুবকের দিদিকে মারধর করার পাশাপাশি হেনস্থা করার অভিযোগ ওঠে কাউন্সিলার ও তার অনুগামীদের বিরুদ্ধে।যুবকের দিদির জামাকাপর ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলার ও তার অনুগামীদের বিরুদ্ধে।।খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ।।পুলিশ এসে যুবক ও তার দিদিকে উদ্ধার করে খরদহ থানায় নিয়ে যায়।।কাউন্সিলার ও তার অনুগামীদের বিরুদ্ধে খরদহ থানায় অভিযোগ করে আক্রান্ত যুবক ও তার দিদি।।।মারধরের ঘটনা অস্বীকার করার পাশাপাশি অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন কাউন্সিলার হিমাংশু দেব….

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *