বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কসবা কাণ্ডের পরে একটা বিষয় সামনে আসছে যে বিভিন্ন কলেজের ইউনিয়ন রুমগুলো তৃণমূল ছাত্রপরিষদের নেতাদের বিনোদনের জায়গায় হয়ে উঠেছে। এই নিয়ে বহু খবর সামনে এসেছে। এবার মুখ খুললেন শুভেন্দু। মঙ্গলবার ‘ভাইপো গ্যাং’-র তালিকা প্রকাশ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহরমের শোভাযাত্রায় অস্ত্র নিয়ে অংশগ্রহণের ছবিও তিনি দেখালেন। এদিন সাংবাদিক বৈঠকে ৫০ জনের ছবি দেখান বিধানসভার বিরোধী দলনেতা। তারপর তিনি বলেন, “যোগ্যরা সুযোগ পায়নি। বিভিন্ন কলেজে তৃণমূল নেতা-কর্মীদের সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে।” সেইসব ছবিতে তৃণমূল ও TMCP-র কোন কোন নেতা-নেত্রী কোথায় চাকরি পেয়েছেন সেসব তুলে ধরেন শুভেন্দু। তার মধ্যে যেমন রয়েছেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার ছেলে পিনাকী সাঁতরা। যিনি বর্তমানে অশিক্ষক কর্মী। আবার TMCP নেত্রী শিল্পা দাস হিরালাল মজুমদার কলেজের কর্মী। আশুতোষ কলেজের TMCP-র প্রাক্তন জিএস উত্তরণ বন্দ্যোপাধ্যায় আশুতোষ কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মী।

আশুতোষ কলেজের TMCP-র প্রাক্তন জিএস উত্তরণ বন্দ্যোপাধ্যায় আশুতোষ কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন জিএস লগ্নজিতা চক্রবর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্টেন্ট প্রফেসর। তৃণমূল ছাত্র পরিষদের নেতা নাসির বাগানি সোনারপুর কলেজের কর্মী। ৫০ জনের ছবি দেখানোর পর শুভেন্দু বলেন, “চাইলে এমন আরও ৯৫০ জন ছাত্রনেতার ছবি দেখাতে পারি।” শাসকদলকে তোপ দেগে তিনি বলেন, “অধিকাংশ কলেজের ছাত্র সংসদ রুমগুলোকে নোংরামির জায়গায় পরিণত করেছে। এক শ্রেণির প্রিন্সিপ্যাল ভয়ে কিছু বলেন না। আরেকদল অযোগ্য হয়ে প্রিন্সিপ্যাল হয়েছে। তাই শাসকদলের ছাত্রদের চটাতে চায় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *