বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত্রে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে রানীতলা থানার পুলিশ এক জনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে করে। তার কাছে ভারতীয় হওয়ার নথিপত্র দেখতে চাইলে সে কোন বৈধ নথি দেখাতে পারেননি বলে জানাযায়। পরবর্তীতে পুলিশি জেরার মুখে ধৃত ব্যক্তি স্বীকার করে সে বাংলাদেশী নাগরিক। সাথে সাথে তাকে গ্রেফতার করে রানীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মহম্মদ নজরুল ইসলাম সোহেল। বাড়ি বাংলাদেশের পাবনা জেলার সদর থানার কাছারি পাড়ার বাসিন্দা। পুলিশ প্রাথমিক জিঞ্জাসাবাদে জানতে পারে অবৈধভাবে ভারতে প্রবেশের করেছিল নজরুল ইসলাম সোহেল। আজ ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায়। পুলিশি হেফাজতের নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে কি উদ্দেশ্য নিয়ে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল বলে জানাযায়। ঘটনার তদন্ত করে দেখছে রানীতলা থানার পুলিশ।
