বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বুদবুদ:- গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণে গাঁজা আটক করল বুদবুদ থানার পুলিশ। আটক করা হয়েছে একটি ছোট গাড়ি।
এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন। সোমবার ধৃত তিন জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে বুদবুদ থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাত্রে ডাক্তারের স্টিকার লাগানো একটি ছোট গাড়িতে করে উড়িষ্যা থেকে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল তিনজন।
বুদবুদের মানকর রোড ধরে তারা আউসগ্রাম হয়ে যাওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মানকর কলেজ সংলগ্ন এলাকায় পুলিশ ওই গাড়িটিকে আটকে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথায় অসঙ্গতি দেখে গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তার সন্ধান শুরু করেছে বুদবুদ থানার পুলিশ।
উদ্ধার হওয়া গাঁজার পরিমান প্রায় ৩১কেজি ৫০০ গ্রাম।
