বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলার ভোট মানেই একটা যুদ্ধ। বিনা রক্তুপাতে বাংলায় কোনো ভোট হয় না। কালীগঞ্জ উপনির্বাচনেও তা হয় নি। মারা গেছে ৯ বছরের এক বালিকা। গত ২৩ জুন, সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশ হয়। তার পরপরই দুপুর নাগাদ মোলান্দি গ্রামে বোমা ফেটে বছর তেরোর নাবালিকার মৃত্যুর খবর মেলে। খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী নিজে এক্স হ্যান্ডলে পোস্ট করে দুঃখপ্রকাশের পাশাপাশি পুলিশ প্রশাসনকে দ্রুত দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করতে নির্দেশ দেন। তাঁর নির্দেশের ২৪ ঘণ্টা আগেই বোমাবাজির ঘটনা জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। একে একে আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে গ্রেপ্তার করা হল আরও ২ জনকে।
খবরে প্রকাশ তৃণমূলের বিজয় মিছিল থেকে প্রচুর বোমা ছোঁড়া হয়েছে। সিপিএমের বাড়ি বলে চিহ্নত একটি বাড়ি লক্ষ্য করে মিছিল থেকে বোমা ছোঁড়া হয়। আর তার আঘাতেই মৃত্যু হয় ৯ বছরের তামান্নার।
