বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুড়ে গেছে বাড়ি, এবং পুড়ে গেছে বাড়ির জিনিসপত্র। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ জিনিস। আজ সেই সব বাড়ির বাসিন্দাদের হাতে গুরুত্বপূর্ণ জিনিস তুলে দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এবং সভাপতি পাপিয়া ঘোষ। তিনি আজকে ওই এলাকার মানুষের সাথে কথা বলেন এবং তারাও জেলা সভাপতিকে দেখে ভেঙে পড়েন এবং তাদের অসহায়তার কথা জানান।জেলা সভাপতি জানান বাড়ির সব জিনিস পুড়ে গেছে। এই মানুষগুলো একেবারেই অসহায় এবং একলা। ওদের দরকার সাহায্য। তাই আমরা চেষ্টা করলাম এই সময় ওদের পাশে দাড়ানোর। ওদে র কিছু দরকার। আজকে আমি সেটা চেষ্টা করলাম ওদের হাতে তুলে দিতে। আমাদের দল মানুষের পাশে থাকতে চেষ্টা করে। তাই কিছু করলাম। ওদের বলে দিয়েছি ভবিষ্যতে ওদের পাশে আছি এবং আমরা এবং তৃণমূল কংগ্রেস। বাড়ির জিনিস নষ্ট হলে সেটা করতে প্রচণ্ডভাবে সমস্যার মধ্যে পড়তে হয় বাড়ির লোকেদের। আজকে আমরা শুধুমাত্র চেষ্টা করে গেলাম। ওদের জানিয়ে গেলাম ভবিষ্যতেও ওদের পাশে আছি আমরা।