বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বছরের নতুন দিন নতুন উপহার উত্তরবঙ্গের মানুষকে আজ থেকে শুরু বালুরঘাট শেয়ালদা নতুন ট্রেন। আজকে ভিডিও কনফারেনসের মাধ্যমে রেলমন্ত্রী বৈষ্ণব উদ্বোধন করলেন নতুন ট্রেনের। আজ সকাল বারোটায় রেলমন্ত্রী উদ্বোধন করলেন এই নতুন ট্রেনের। ট্রেনটি শেয়ালদা পৌছে যাবে রাত 10টা পঞ্চাশ মিনিটে। আজ সকালে ভিডিও কনফারেনসের মাধ্যমে রেলমন্ত্রী উদ্বোধন করলেন এই ট্রেনের। বালুরঘাট ষ্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপী সুকান্ত মজুমদার। তিনি জানান এই ট্রেন নতুন বছরে বাংলার জনগনের জন্য এক নতুন উপহার। এই ট্রেন আগামীকাল থেকে রোজই চলবে। মালদা থেকে ট্রেনটি পরিবর্তন হয়ে বালুরঘাট ষ্টেশনে পৌছে যাবে। এদিন বিজেপী সভাপতি আরো জানান আমাদের কাজ মানুষের পাশে থেকে মানুষের জন্য সেবা করা। এই ট্রেন বহু মানুষের কাছে সমস্যা মিটিয়ে এগিয়ে যাবে যেটা আগামীতে প্রচণ্ডভাবে কাজে লাগবে বলে জানান বিজেপীর রাজ্য সভাপতি। তিনি আরো জানান আগামীতে আমাদের লক্ষ্য দেশের মানুষের কাছে উন্নত পরিসেবা পৌছে দেওয়া।