বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামী ২২ শে জানুয়ারি, রাম জন্মভূমির মন্দিরের দারোদ্ধাটন। প্রায় সপ্তাহ জুড়ে চলবে আচার অনুষ্ঠান।
রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম, সেজে উঠেছে প্রতিটি বাড়ি একই রঙে, একই ধারায়। সংস্কারের কাজ চলছে রাজা দশরথের মহলের। এমনকি সুসজ্জার সজ্জিত কৈকেয়ীর প্রাসাদ।
আগামী ১৬ই জানুয়ারি দশবিধ স্নান, ১৮ই জানুয়ারি মন্দিরের বাস্তু পূজা। আগামী ১৯শে চলবে পবিত্র অগ্নি, দ্বারঘাটন আগেই 125 কলসের জলে স্নান করবে মূর্তি।।
অন্যদিকে রাম মন্দির দর্শনের আমন্ত্রণ জানাতে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে বঙ্গ বিজেপি। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাপানউতোর এই রাম মন্দির কে কেন্দ্র করে। লোকসভা ভোটের কথা মাথায় রেখে কি এই কৌশলেই তৎপর গেরুয়া শিবির? এই নিয়েই চলছে রাজনৈতিক তরজা।