বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কুয়াশায় ঘেরা দার্জিলিং আর তার সাথে গিজগিজ করছে পর্যটক। দার্জিলিং এর সৌন্দর্যে মাতোয়ারা মানুষ। ম্যাল, ঘুম এবং টাইগার হিলে মানুষের দাড়ানোর জায়গা নেই। এত মানুষ কোথায় দাড়াবেন সেটাই ঠিক নেই। আজ সকালে কুয়াশায় ঘিরে ছিলো শৈলশহর। এত কুয়াশা যে সামনের মানুষকে দেখা যাচ্ছিল না। কুয়াশার কারনে যাতায়াত আটকে পর্যটক দের গাড়ি। দার্জিলিং এর হোটেলে তিল ধারনের জায়গা নেই। এত পর্যটক মনে হয় গত কুড়ি বছরের মধ্যে আসেনি শৈলশহরে। তাই আনন্দে আত্মহারা শৈলশহরের হোটেল ব্যাবসায়ীরা। তাপমাত্রা নেমেছে অনেকটাই। বছরের শেষে এবং নতুন বছরের শুরুতে তাপমাত্রা অনেকটাই নেমে দাড়াবে বলে মনে করছেন অনেকে।আজকে দার্জির্লিং এ পর্যটকদের আগমন ঘটেছে তিনগুন। আরো পর্যটক বাড়বে বলে মনে করছেন হোটেলের ব্যাবসায়ীরা। তবে এত ভীড় হলেও কোন সমস্যা নেই বলে জানিয়েছেন পর্যটকেরা। হোটেল এবং লজ মালিকদের অতিথিয়তায় তারা মুগ্ধ বলে জানিয়েছেন তারা।