বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভরা পৌষেই হঠাৎই গায়েব শীত। শীতের পরশ ভুলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জেলা বিভিন্ন অংশেই খানিক তাপমাত্রা বৃদ্ধি। নতুন বছরে দক্ষিণবঙ্গে ফের পারদনামার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কলকাতায় শনিবার সকালের তাপমাত্রা ১৭.৫° সেলসিয়াস। যার স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তর জেরে পূবালী হাওয়ার দাপট। কমেছে উত্তর-পশ্চিমে শীতল হওয়ার প্রভাব। বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তর জেরে বড়দিনের মতো বর্ষবরণেও ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই পূবালী হাওয়ায় দাপটে রীতিমতো কোনঠাসা উত্তুর হওয়া। সকাল থেকে কুয়াশা ,বেলা বাড়লে শীতের আমেজটুকু উধাও হয়ে যাচ্ছে। বর্ষ শেষ এবং বর্ষবরণে এখন কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া।আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে পারদ পতনের সম্ভাবনা।