বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যখন সমস্ত দক্ষিণবঙ্গ পুড়ছে, মানুষ দিশেহারা, বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে হাওয়া অফিস, ঠিক তখন রানাঘাটের বিজেপি প্রার্থী ময়দান চষে বেড়াচ্ছেন ।
শনিবার সকাল থেকেই নবদ্বীপ বিধান সভা এলাকার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে ঝড় তুলতে দেখাগেলো রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে।
এক সুবিশাল বাইক র্যালি সহকারে মায়াপুর, বামুনপুকুর এলাকায় জনসংযোগ সেড়ে মহেশগঞ্জ এলাকায় মধ্যাহ্ন ভোজন সারেন। এর পর পুনরায় নবদ্বীপের গ্রামীণ এলাকা বাবলারি হয়ে প্রাচীন মায়াপুর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করে।
আর এদিন নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ ঘাট সংগ্লগ্ন এলাকায় একটি পথসভার আয়োজন করে বিজেপির তরফে। সেখানেই বক্তব্যে জগন্নাথ সরকার বিগত পাঁচ বছরে তার এম পি ফান্ডের টাকায় কোন কোন এলাকার জন্য কি কি কাজ করেছেন ও নবদ্বীপের জন্যই বা কি কাজ করেছেন তার ক্ষতিয়ান তুলে ধরেন। পাশাপাশি তিনি আরও বলেন তৃনমুল শুধু চুরি করতে আর উন্নয়নে বাধা সৃষ্টি করতে জানে। স্বরূপ গঞ্জ বা নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল নিয়ে এদিনও তিনি দাবী করেন রাজ্য জমি অধিগ্রহণ করছে না। তাই ওই কাজ আটকে আছে। এদিনে জগন্নাথ সরকারের সমর্থনে দিনভর প্রচার কর্মসূচীতে কর্মীসমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।