বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ দার্জিলিং এ প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। আজ দার্জিলিং এর চকবাজার এলাকায় ভাষন দেবেন তিনি।জানা গেছে রাজু বিস্তার সমর্থনে তার এই সফর।
এবারে দার্জিলিং এ কিছুটা হলেও দ্বিধায় আছে বিজেপী,তাই আগের থেকেই পৌছে ড্যামেজ কন্ট্রোল করতে নামছে বিজেপীর কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিমল গুরুঙ্গ তার সাথে থাকবেন কি না সেটা এখনো জানা যায় নি। বিজেপীর অনেক সমর্থকই বিমল গুরুঙ্গ এর বিজেপীকে সমর্থন করাকে মেনে নিতে পারছেন না।অনেকেই মনে করছেন বিমল গুরুঙ্গ এর বিজেপীর সাথে থাকা এবারের নির্বাচনে চরম সমস্যায় ফেলে দিতে পারে বিজেপীকে। তাই বিমল গুরুঙ্গ এর থাকবার ব্যাপারে বিজেপীর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় আছে দল।