বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বন্ধ হয়ে গেল গৌতম দেবের মেয়রকে বলো কর্মসূচী। প্রতি শনিবার মেয়রকে বলো কর্মসূচী নিয়ে শিলিগুড়ির বাসিন্দাদের সমস্ত সমস্যার সমাধান করতেন মেয়র।
এবং তার সমাধানের উপায় বাতলে দিতেন। বিজেপী বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেছিলেন যেখানে নির্বাচনী আচরনবিধি চলছে সেখানে কিভাবে মেয়র এই অনুষ্ঠান করে চলেছেন। এটা কখনোই করতে পারা যায় না। মেয়র নিজে একজন প্রশাসক হয়ে কিভাবে এই কাজ করে চলেন। তাই আমি একপ্রকার বাধ্য হয়েই নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে বাধ্য হলাম। অন্যদিকে মেয়র জানান বিজেপী নিজেরা সারাদিন বসে পরিকল্পনা করে চলেছে কিভাবে তৃণমূল কংগ্রেসকে নীচু করা যায় এবং ছোট করা যায়। তাই ওদের এই কাজ ঘটে চলেছে। আমি এখন কিছুই বলব না, যা বলবার সময় হলেই বলবো।