বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর বেশী সময় নেই তাই ভোট হবার পরে জোর লাগিয়ে তৈরী হচ্ছেন মেয়র গৌতম দেব। আজ তিনি বিশাল পদযাত্রা করে শুরু করলেন তার প্রচার উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস এর সকল কর্মীরা।
মেয়র এদিন জানান আমি দেখতে পাচ্ছি দলের শুভদিন আসছে। তাই আমাদের দলকে জিতিয়ে আনতে হবে। মেয়র এদিন বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করা শুরু করে দিয়েছেন।এদিন মেয়র জানান এই ভোট বিজেপীর বিদায়ের ভোট। তাই মানুষের মধ্যে সচেতনতা তৈরী করতে হবে। শিক্ষিত মানুষ বিজেপিকে ভোট দেবেন না। আমার মন এবারে বলছে এইবার বিজেপীর বিদায় ঘন্টা বেজে গেছে।আমাদের দলের থেকে মানুষ গিয়ে ভীড় করছেন বিজেপীতে। আর তারাই তৈরী করছেন দল। এইভাবে মানুষকে বোকা বানিয়ে ভোটের বৈতরনী পার করতে চাইছে বিজেপী। এবার পুলিশ যথেষ্ট সচেতন তাই বিজেপীর কিছুই করা হবে না। আর এবারের পাহাড়ের ভোট চমকে দেবে আমাদের সবাইকে।মানুষ যদি পারে একটা দেশের সবকিছু ওলট পালট করে দিতে পারে।আর এটা তো একটা সরকার।