বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকালে নিজের স্ত্রীকে নিয়ে ভোট দিলেন নির্মল চন্দ্র বর্মন। নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে আজ সকালে নিজের কেন্দ্রে ভোট দিয়ে জানালেন আমি যথেষ্ট আশাবাদী আমি জিতছিই।
মানুষের রায় আমাদের তরফে থাকবে। তিনি জানান জলপাইগুড়ির মানুষ বিপুল সাড়া দিয়েছেন। তার আভাস আমি পেয়েছি। আমার মনে হয় এই যুদ্ধে আমি জিতে গেছি।তিনি আরো জানান আমাদের দলকে অনেক কঠিন পরিক্ষা দিতে হল আজকে। তবে ফলাফল আমাদের দিকেই থাকবে। আজকে আমি যে পরিমান মানুষের সাড়া পেলাম আশা করছি আমি জিতছিই। মানুষের সমর্থন আমাদের পাশেই আছে এবং থাকবে। এই বাংলাতে মানুষের রায়ে জয়ী হবে তৃণমূল কংগ্রেস আর সেটা আমরা বুঝবো আগামী ফলাফলের দিকে তাকিয়ে।এদিন নিজের আত্মীয় দের নিয়ে সকালেই ভোট দেন জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী। নিজেও আশাবাদী অনেকটাই জানালেন তিনি।