বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তেত্রিশ নং ওয়ার্ডে বিধায়ক শিখা চ্যাটার্জী বনাম মেয়র গৌতম দেব। ব্যাপক উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি শহরে।
আজ দুপুরে বিধায়ক শিখা চ্যাটার্জী অভিযোগ করেন তাকে ঢুকতে দিচ্ছে না তৃণমূল সমর্থকেরা। ব্যাপক ভাবে ছাপপা ভোটের অভিযোগ করেন বিধায়ক। পরে বিজেপী সমর্থকেরা তাকে নিয়ে ঢুকতে যাওয়ার তাকে বাধা দেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। পরে পুলিশ এসে বিধায়ককে ঢুকতে বাধা দেওয়ায় প্রতিবাদে রাস্তায় বসে পড়েন শিখাদেবী।তিনি অভিযোগ জানান তৃণমূল কংগ্রেস এর বি টিম হিসাবে কাজ করছে পুলিশ। তাদের প্রশয়ে পুলিশ তৃণমূল কংগ্রেস এর হয়ে কাজ করছে। এদিকে মেয়র গৌতম দেব শিখা চ্যাটার্জীর এই অভিযোগ হাস্যকর বলে জানান। তিনি বলেন যারা বুঝতে পারছে তারা হেরে যাবে তখনই তাদের মনে এই সব ধারনার সৃষ্টি হয়। বিজেপী নাটক শুরু করে ভোটারদের মনকে নিজেদের দিকে করতে চাইছে। তৃণমূল কংগ্রেস একটা তৈরী হওয়া দল, তাদের কখনো কারো সাহায্য নিতে হয় না। এইসব বেকার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে কোন ধরনের জটিল পরিকল্পনা করা যায় না। এদিন তুমুল গন্ডগোলের সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপীর মধ্যে। মেয়র অভিযোগ করেন শান্ত শহর শিলিগুড়িকে অশান্তিতে ভরে দিতে চাইছে বিজেপী। যা কোনদিন হয় নি এবারে তাই হল। তবে এইভাবে মানুষের মনকে ঘুরিয়ে দিতে পারবে না বিজেপী।