বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সব থেকে বড় গদ্দার। মিঠুন চক্রবর্তীকে এই কথা বলেই আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পালটা দিলেন মহাগুরু নিজেই। শিলিগুড়ির রোড শ্যো থেকেই তৃণমূল নেত্রীকে জবাব দিলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তেমন কোনও গুরুত্ব দিতেই নারাজ মিঠুন চক্রবর্তী। মিঠুনের কথায়,” যত ভিড় বাড়বে, ততই তাঁর মাথা খারাপ হয়ে যাবে।” ঘুরিয়ে তৃণমূল নেত্রীকে খোঁচা দিলেন মহাগুরু। এমনই দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।
বিজেপি প্রার্থী রাজু বিস্তার হয়ে ভোট প্রচারে শিলিগুড়িতে ছিলেন মিঠুন চক্রবর্তী। এদিন গুরুমবস্তি থেকে হুডখোলা গাড়িতে চেপে হাতে পদ্মফুল নিয়ে স্বভাবসিদ্ধ ভক্তিতে ভোট প্রচার করেন মিঠুন। প্রধান নগরের মূল সড়ক হয়ে চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরে শেষ হয় মিঠুনের রোড শ্যো। এদিন অভিনেতাকে দেখা ও তাঁর সঙ্গে সেল্ফি তোলার জন্য রাস্তার দুধারে ছিল অগণিত মানুষের ভিড়।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুনকে রায়গঞ্জের সভা থেকে প্রবল আক্রমণ করেছেন। সব থেকে বড় গদ্দার, বলেই আক্রমণ করেছেন। তাঁর কোনও আদর্শ নেই। মানুষ হিসেবে তিনি মনে করেন না মিঠুনকে। এমনই আক্রমণাত্মক বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মিঠুন চক্রবর্তীকে শিলিগুড়িতে প্রশ্ন করা হয়। তৃণমূল নেত্রীর কথাকে তিনি যেন গায়েই মাখলেন না। মিঠুন বলেন, গদ্দার, ভদ্দার, সর্দার সব আমি। এই যত ভিড় বাড়বে, তত ওনার মাথা খারাপ হয়ে যাবে।” মানুষকে দেখেশুনে ভেবেচিন্তে ভোট দিতে আহ্বান করলেন মহাগুরু।
মিঠুন চক্রবর্তীর সামনে কুণাল ঘোষের প্রসঙ্গ তোলা হয়েছিল। রীতিমতো কটাক্ষ করলেন তিনি। কুণাল ঘোষ প্রসঙ্গে মিঠুন বলেন, “ওটা একটা নর্দমা। ওর নাম নেবেন না। ওর নাম নিলে আমার দিন খারাপ হয়ে যায়।”