বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাতাসিতে আজ মুখ্যমন্ত্রীকে আক্রমন করে মিঠুন চক্রবর্তী জানালেন উনি যুব সমাজকে শেষ করে দিলেন। কবে উনি বুঝতে পারবেন যে মানুষ ভিক্ষে চায় না। চাকরি চায়।
মানুষের মনকে উনি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বসে আছেন। আর ওনার লোকেরা টাকা নিয়ে বসে আছে। আজ বাংলা কলিমালিপ্ত হয়ে গেছে। আর এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। উনি যদি চাইতেন সোনার বাংলা তৈরী করতে পারতেন। বাতাসিতে আজ তৃণমূল কংগ্রেস কে বিষাক্ত দল বলে মিঠুন চক্রবর্তী জানান এইভাবে রাজ্য চালানো যায় না। উনি ভাবুন কতটা ক্ষতি উনি করলেন। আর উনি কিছু করতে পারবেন না, মানুষ ওনাকে চিনতে পেরে গেছে।আর উনি টের পাবেন রেজাল্ট বের হলে।আজকে এই দিনে মানুষ ওনার জন্য রাস্তায় চলে গেছে। আর উনি কাউকে উদ্বার করতে পারবেন না।উনি বুঝতে পারেন নি কি করে গেলেন উনি। একটু দাড়ান সময় ওনাকে শিক্ষা দেবে।