বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়িতে জুয়েলারি এবং কসমেটিক দোকানের উদ্বোধন করলেন এম এম আই সি এবং ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত। তার নিজের ওয়ার্ড নং 14তে এই শোরুমের উদ্বোধন করে তিনি জানালেন মানুষের নানান ধরনের ইচ্ছে এবং আশা থাকে।

 

সবাইকে এখানে আসবার আমন্ত্রন জানাই আমার তরফ থেকে। এদিন উদ্যেক্তাদের তরফ থেকে ওয়ার্ড কাউন্সিলারকে খাদা পড়িয়ে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের বহু বিশিষ্ট এবং সাধারন মানুষেরা। কাউন্সিলার জানালেন পুরসভার নিয়ম মেনে কাজ করলে কারো সেভাবে কোন দরকার হয় না। তবে নিয়ম মেনে নিয়ে সব দোকানকেই চলতে হবে। এদিন তিনি দোকান ঘুরে ঘুরে দেখেন এবং দোকানের প্রশংসা করেন। সরস্বতী পূজোর সন্ধ্যায় এদিন প্রচুর মানুষ উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশ নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *