বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ছবি মুক্তির আগেই ১০০০ কোটি টাকার কালেকশন। শুনে চমকে উঠবেন অনেকেই। সেটা আবার হয় নাকি। কিন্তু সত্যিই এমন ঘটেছে। শাহরুখ খান, রণবীর কাপুর, সানি দেওলদের পাঠান, অ্যানিম্যাল, গদর-২-কে পিছনে ফেলে দিয়েছে এই সিনেমা।
ছবিটির নাম পুস্পা-টু। অল্লু অর্জুনের জন্মদিনের দিন সবে ছবিটির টিজার মুক্তি পেয়েছে। আর সেটা প্রকাশ্যে আসতেই একেবারে হইহই কাণ্ড পড়ে গিয়েছে। ইতিমধ্যেই ১০০ কোটি টারা নেটফ্লিক্সে ছবির সত্ত্ব বিক্রি হয়ে গিয়েছে। এটা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বক্স অফিসে ১০০০ কোটি টাকা মুক্তির আগে কি করে কালেকশন হবে। সেটা নিয়ে অনেকেই ধন্ধে রয়েছেন।
ইতিমধ্যেই ছবির মুক্তির জন্য ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে। ৫০০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে ছবিটি। যার একটি ৩০ মিনিটের সিনের জন্য ১০০ কোটি টাকা খরচ করা হয়েছে। জানা গিয়েছে অন্ধ্র এবং তেলেঙ্গানায় ২০০ কোটি টারা প্রি রিলিজ ব্যবসা করে ফেলেছে ছবির প্রযোজকরাষ। সূত্রের খবর গোটা বিশ্বে ছবিটি মুক্তি পাবে বিবিন্ন ভাষায়। ইতিমধ্যেই যে পরিমাণে ডিস্ট্রিবিউশ এবং প্রি রিলিজ পার্টি তারা করেছে তাতে ১০০ কোটি টাকা ব্যবসা ছবিটি করে ফেলেছে।
২০২৪ সালের মেগা রিলিজ হতে চলেছে পুস্পা-টু। ছবিতে অল্লু অর্জুেনর লুক রীতিমতো চমকে দিয়েছে সকলকে। রয়েছেন রশ্মিকা মন্দানাও। ২০২১ সালে পুস্পা রেকর্ড হিট করেছিল বক্স অফিসে। তখনই পরিচালক পুস্পা-২ তৈরি করার কথা ঘোষণা করেছিলেন। ২০২৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ছবিটি। তেলুগু-তামিল ছাড়াও হিন্দি, মালায়ালি সহ একাধিক ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা।