বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যােয়র দফতর ক্যামাখস্ট্রিটে গিয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
ঘাটালে প্রচারে গিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ প্রকাশ করার কথাও তিনি বলেছিলেন। অভিষেকের সেই মন্তব্যের পাল্টা জবাব বিজেপি প্রার্থী হিরণও মুখ খুলেছেন।
হিরণ দাবি করেছেন তাঁকে বারবার ফোন করে ডেকেছিলেন অভিষেক। এবং পার্টিকে জানিয়েই অনুমতি নিয়েই তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর কাছে সব কিছুর তথ্য প্রমাণ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সিসিটিভি ফুটেজ প্রকাশ করবেন সেদিন তিনি সবটা প্রকাশ্যে আনবেন।