বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দারের কাছে নিজেই যাচ্ছেন ভোটের কাগজ দিতে। বিশ্বময় ঘোষ আই এন টি টি ইউ সির রাজ্য সম্পাদক।
নিজেই জানালেন এত দিন ধরে দল করছি দলকে ভালোবাসী প্রচণ্ড। দলের কাছ থেকে কিছু চাই না। তাই সময় পেলেই বেরিয়ে পড়ি বলে জানালেন তিনি। শিলিগুড়ি পুরসভার একটি গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি। পুরসভার দায়িত্ব নেবার পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস এর রাজ্য সম্পাদকের পদটিও ভালো করেই চালিয়ে নিচ্ছেন। জানালেন আমার যেটা কাজ সেটা আমি ভালোকরেই পালন করি। আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শ মেনে চলি। তাই কোন দিকে না তাকিয়ে এক মনে দল করে চলেছি আমি। তৃণমূল কংএর প্রথম দিকের সৈনিক আমি। তাই আমি চাই এই দল ভবিষ্যতে আরো মজবুত হোক। তবেই ছুটে আসবে আগামী প্রজন্ম। জানালেন বিশ্বময় ঘোষ, তৃণমূল কংগ্রেস এর অন্যতম কান্ডারি।