বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : অমৃত ভারত প্রকল্পে নাম আছে এনজেপী ষ্টেশনের নাম। তাই চলছে জোরদার কাজ।
গোটা এনজেপী ষ্টেশনকে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। বাড়িয়ে তোলা হচ্ছে যাত্রীদের থাকবার জায়গা। বাড়ছে বসবার জায়গা আগে “ওয়েটিং রুম” ছিল একেবারেই ছোট আকারে, এবারে সেটা চুড়ান্ত করে ভেঙে বড় করে রাখা হচ্ছে। যাত্রীরা যদি ষ্টেশনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তবে তাদের চিকিৎসা করবেন রেলের ডাক্তার এবং সেটার দায়িত্ব থাকবে রেলের উপরে। এছারাও জল এবং অন্যান্য ব্যাবস্থা রাখবে রেল। রেলের অফিসারদের দায়িত্ব আরো বেড়ে যাবে বলে খবর। বয়ষ্ক বৃদ্ব এবং বৃদ্বাদের জন্য আলাদাভাবে বিশ্রামের ব্যাবস্থা করতে চলেছে এনজেপী রেলওয়ে। তাই এবারে একেবারে ষ্টেশনটিকে ঢেলে সাজিয়ে তুলতে চাইছে রেল। যদিও সময় লাগবে বলে জানিয়েছেন রেল বোর্ডের অফিসারেরা। তারা জানিয়েছেন একেবারে বন্ধ করে কাজ করা একেবারেই সম্ভব নয় তাই ষ্টেশন চালু করেই কাজ করা হচ্ছে। গত এক বছর ধরে চলছে কাজ, তাই আরো সময় লাগবে বলে জানিয়েছেন রেল বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্তা।