বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের প্রচারের আগে ফের বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্ট শুভেন্দু অধিকারীর। জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির অনুমতি দিচ্ছে না নির্বাচন কমিশন এই নিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু দাবি করেছেন, ৯ এপ্রিলই নাকি কমিশন সেই অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকারকে।
নির্বাচন কমিশন নাকি চিঠি দিয়ে আগেই জানিয়ে দিয়েছে আদর্শ আচরণবিধির মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি ৈতরি পড়বে না। এদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই নির্বাচনী প্রচারে গিয়ে দাবি করেছেন কমিশন ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়ার অনুমতি দিচ্ছে না।
এমনকী রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তিনি এমন কী নির্বাচন কমিশনও বিজেপির মদতে কাজ করছে বলে অভিযোগ করেন অভিষেক। তিনি অভিযোগ করেছিলেন, বিজেপির অভিযোগে একের পর এক পুলিশ অফিসারের বদলি হয়ে যাচ্ছে আর ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করতে দিচ্ছে না কমিশন।
তিনি অভিযোগ করেছিলেন বিজেপি শাসিত অসমে বিহু উৎসবের জন্য আড়াই লক্ষ টাকা দেওয়ার অনুমতি দিয়েছে কমিশন। আর বাংলায় ঝড়ে যাঁরা ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে থাকতে হচ্ছে তাঁদের। তাঁদের কথা ভাবছে না কমিশন। বিজেপির মদতে এই কাজ করছে তাঁরা। বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ দেগেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে তৃণমূল কংগ্রেস সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কোচবিহারে একাধিকবার প্রচারে গিয়ে কমিশনের বিরুদ্ধে এই ইস্যুতে সুর চড়িয়েছেন। তিনি প্রকাশ্যে অভিযোগ করছেন নির্বাচনী বিধি লাগু থাকায় তাঁর সরকারকার সরাসরি কোনও ভাবে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে পারছে না। এবং কমিশনের কাছে অনুমতি চেয়েও তারা অনুমতি পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন তিনি। ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করতে দিচ্ছে না কমিশন এমনই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
তারপরেই শুভেন্দু অধিকারীর এই ট্যুইট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে প্রচার চালাচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পাল্টা দাবি করেছেন গত ৯ এপ্রিলেই নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়ে অনুমতি দিয়ে দিয়েছিল। তারপরেও মিথ্যে প্রচার চালানো হচ্ছে কমিশনের বিরুদ্ধে। কমিশনের তরফে চিঠি দিয়ে বলা হয়েছিল ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়া নির্বাচনী বিধির মধ্যে পড়বে না।
ভোটের আগে কমিশনকে নিয়ে মিথ্যাচার করছে শাসক দল এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে আজ প্রথম দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। আজ ফের আলিপুরদুয়ার এবং কোচবিহারে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।