বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবার আরও এক প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। সেখানে দিল্লির তিনটি, উত্তর প্রদেশের একটি এবং পঞ্জাবের ছটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্ব দিল্লি থেকে কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমারকে। ওই আসনে বিজেপির প্রার্থী মনোজ তিওয়ারি।
বিজেপির তরফে দিল্লির চাঁদনি চক আসন থেকে জেপি আগরওয়ালকে প্রার্থী করেছেন। উত্তর-পশ্চিম দিল্লি থেকে টিকিট দেওয়া হয়েছে উদিত রাজকে। কংগ্রেস পাতিয়ালা থেকে ধর্মবীর গান্ধী, সাংরুর থেকে সুখপাল সিং খাইরা, অমৃতসর থেকে গুরজিত আউজলা এবং জলন্ধর থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে প্রার্থী করেছে। এলাহবাদ থেকে কংগ্রেস টিকিট দিয়েছে উজ্জ্বল রমন সিংকে। তিনি রেবতী রমন সিংয়ের ছেলে। নির্বাচনে লড়াই করতে তিনি সমাজবাদী পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র আন্দোলন করা কানহাইয়া কুমার বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। ২০১৯-এ তিনি সেখান থেকে সিপিআই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি চার লক্ষের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন। পরে ২০২১-এ তিনি কংগ্রেসে যোগ দেন।
কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধী নিজে কানহাইয়া কুমারের পক্ষে ছিলেন। কংগ্রেসের দিল্লির সভাপতি অরবিন্দর সিং লাভলি উত্তর-পূর্ব দিল্লি থেকে লড়াই করতে চেয়েছিলেন। স্ক্রিনিং কমিটিও তাঁর নাম সুপারিশ করেছিল। অন্যদিকে কানহাইয়া কুমার বেগুসরাই থেকে লড়াইয়ের জন্য তৈরি থাকলেও কংগ্রেস-আরজেডির আসন সমঝোতার কারণে ওই আসনটি ছাড়তে হয়। তারপর থেকেই মনোজ তিওয়ারির বিরুদ্ধে কানহাইয়া কুমারকে দাঁড় করানো নিয়ে জল্পনা শুরু হয়। যা অনুমোদন করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
চাঁদনি চক আসন থেকে বিজেপির প্রবীণ খাণ্ডেলওয়ালের বিরুদ্ধে লড়াই করবেন কংগ্রেসের জেপি আগরওয়াল। উত্তর-পশ্চিম দিল্লি থেকে কংগ্রেসের উদিত রাজ প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির যোগেন্দ্র চান্দোলিয়ার বিরুদ্ধে। প্রসঙ্গত দিল্লির সাতটি আসনের মধ্যে কংগ্রেস লড়াই করছে তিনটি আসনে, আর আপ লড়াই করছে চারটি আসনে। অন্যদিকে পঞ্জাবে কংগ্রেস ও আপ আলাদা ভাবে লড়াই করছে।