বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিরুলিয়া বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকরা তালা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।
নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। টায়ার জ্বালিয়ে চলল প্রতিবাদ। শনিবারের একটি সভা মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা প্রসঙ্গ নিয়ে একটি মন্তব্য করেন। গোটা জেলাকে ‘গদ্দারদের জেলা’ বলে কটাক্ষ করেন। সেই মন্তব্যের প্রতিবাদেই রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম।