বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ নতুন বছরের শুরু।তাই মাছে ভাতে বাঙালির আজকে চরম আনন্দের দিন।সকাল হতেই বাজারের ব্যাগ নিয়ে ছুটছে বাঙ্গালী, কেউ আগে আবার কেউ পরে। আজকে বাজারে আগুন দাম মাছের।বড় মাছ কেজী ছাড়িয়েছে পাচশোর উপরে।
কিনতে গিয়ে অনেকটাই থমকে যাচ্ছেন তারা। বাজারে শুধু মাছের দামই বেশী নয়, বেশী দাম মাংশেরও। খাসি এবং মুরগির মাংশের দামও বেশী। ফলের দামও বেশী প্রচণ্ড বেড়েছে শিলিগুড়িতে। পয়লা বৈশাখ বলে কথা, দুপুর গড়াতেই ভীড় হচ্ছে হোটেলগুলিতে। পরিবারের লোকেদের নিয়ে অনেকেই লাইন দিচ্ছেন খাবারের হোটেলগুলিতে। বিশেষকরে বাঙালির নাম দিয়ে যেসব হোটেলগুলি চলছে সেই হোটেলগুলিতে তিল ধারনের একেবারেই জায়গা নেই। বাঙালির কাছে আজকের দিনটি বরাবরই প্রিয়।তাই তো এবারের পয়লা বৈশাখে মত করে দিল মাছের বাজার থেকে বাঙালির ভাতের হোটেল। বোঝা গেল যুগ যতই আধুনিক হোক বাঙ্গালী এখনো মাছে ভাতেই আছে।