বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নববর্ষে নতুনভাবে তৈরী হচ্ছে টি লিফ রিসোর্ট। কর্নধার সুভাষ সরকার জানালেন আপনারা আসুন একবারের জন্যও ঘুরে যান এখানে।
এই ভরা মরসুমে পর্যটকদের আকর্ষন বাড়িয়ে তুলছে টি লিফ রিসোর্ট। বাগডোগরা থেকে সামান্য দুরে অবস্থিত এই রিসোর্ট এখন ভর্তি পর্যটকদের ভীড়ে। সুভাষ সরকারের তৈরী এই রিসোর্টে এখন বুকিং পাওয়া যাচ্ছে না। এই রিসোর্ট একেবারেই আলাদা।সবসময় ভীড় থাকে এই রিসোর্টে। একবার যে আসছেন এই রিসোর্টে আবার আসতে তৈরী হচ্ছেন। বারেবারে আসতে বুকিং এর জন্য অনুরোধ পযর্ন্ত করা হচ্ছে। সবমিলিয়ে একেবারেই আলাদা কারনে জনপ্রিয় এই হোটেল। ছোট বড় এবং ঘরে বাইরে সব জায়গাতেই জনপ্রিয় এই অতিথিশালয়।সব জায়গাতেই জনপ্রিয় এই টি লিফ রিসোর্ট.বাস টার্মিনাস কি এয়ারপোর্ট সব জায়গা থেকেই একেবারে সামনে। আবার যাবার সময় কোন অসুবিধা নেই। কোনভাবেই এড়িয়ে যেতে পারবেন না আপনি যদি একবার যান। শহর থেকে একটু দুরে আলাদা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তৈরী এই রিসোর্ট।তাই কলকাতাতে থেকেও আলাদাভাবে তৈরী এই রিসোর্টের জনপ্রিয়তা বেড়েই চলেছে দিনের পর দিন। একটু অন্যভাবে আপ্যয়ন করা হয়েছে নতুন যারা আসছেন এখানে। সুভাষ সরকার জানালেন যারা আসছেন তারা সবাই বাইরের তাই একটু ভালোভাবে আপ্যায়ন করতে চাই আমরা। তবেই আসবেন মানুষ। জানিয়ে দিলেন সুভাষ সরকার।