বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবারে বালুরঘাট শহরে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। রবিবার সকালে বালুরঘাট শহরের জোড় ব্রিজ সংলগ্ন এলাকার পাইকারি বাজার থেকে রবিবাসরীয় প্রচার শুরু করেন বিপ্লব মিত্র। বিজেপির প্রতি সমালোচনার সুর তাঁর গলায়।
এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি ওই কেন্দ্র থেকে গত বার জিতেছিলেন। বিজেপি এবারও সেখানে তাঁর উপর ভরসা করেছেন। বালুরঘাটে জোর প্রচার করছেন সুকান্ত। বালুরঘাটে এইএমস হাসপাতাল হবে। এই কথা প্রচার করা হচ্ছে।
বালুরঘাটে এইএমস হাসপাতাল হবে। কেন আগে বলা হয়নি? অনেক দিন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন। আগে কেন হাসপাতাল করার কথা বলা হয়নি? কেন ভোটের আগে এইসব প্রচার হচ্ছে? প্রশ্ন তুলেছেন বিপ্লব মিত্র।
রায়গঞ্জে এত দিনে এইএমস হাসপাতাল হল না। এখন বালুরঘাটে এইএমস হাসপাতাল হবে। মানুষকে বোকা বানানো কথা বলা হচ্ছে। এমনই কটাক্ষ করেন তিনি। তৃণমূল গতবার এই আসন হাতছাড়া করেছিল। এবার ফের তারা আসনটি ছিনিয়ে নিতে চায়।
বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মন্দিরে পুজো দেন বিপ্লব মিত্র। সঙ্গে ছিলেন পুরসভার পুরপ্রধান অশোক কুমার মিত্র, তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি, টাউন সভাপতি প্রীতম রাম মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। এরপর বালুরঘাট তহবাজারে প্রচার চালান। বুড়া কালীর মন্দিরে পুজো দিয়ে জয় কামনা করেন বিপ্লব মিত্র।
ইতিমধ্যেই বালুরঘাট শহরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বাড়ি ভাড়া নিয়েছেন। সেখানে মাঝেমধ্যে থাকবেন বলেও জানা গিয়েছে। এদিন ক্রেতা ও বিক্রেতাদের কাছে গিয়ে হাতজোড় করে ভোট চান বিপ্লব মিত্র। পাশাপাশি তিনি কতটা উন্নয়ন করেছেন জেলার জন্য? তার খতিয়ানও তুলে ধরেন।