বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন। দেশের পাশাপাশি বাংলার তিন আসনে ভোট হবে। নির্বাচন হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। ভোটের আগে দফায় দফায় উত্তপ্ত হয়েছে কোচবিহার। এমনকি আজ শনিবার যেভাবে আজ উত্তপ্ত হয়েছে ভূপতিনগর, তাতে উদ্বেগ বেড়েছে নির্বাচন কমিশনের।
এই অবস্থায় প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। আগামী সপ্তাহেই আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। নজিরবিহীন ভাবে ভোট ঘোষণার আগে রাজ্যে চলে এসেছে প্রায় ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় এরিয়া ডোমিনেশনের কাজে ব্যবহার করা হচ্ছে বিশাল এই বাহিনীকে।
কিন্তু প্রথম দফার নির্বাচনে সব বুথে বাহিনী দেওয়া নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় আজ শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক হয়। যেখানে =কমিশনার নিযুক্ত পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রয়োজনে ভিন রাজ্য থেকেও বাহিনীকে নিয়ে আসা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যের সমস্ত বুথে থাকছে ওয়েবকাস্টিং। তার সঙ্গে থাকছে এআই প্রযুক্তির ব্যবহার। ইতিমধ্যেই প্রত্যেক জেলাশাসক এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের কর্তাদের।