বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তিনি জানালেন রোগী পরিষেবায় আরো গতি আনতে উক্ত হাসপাতালে – বার্ন ওয়ার্ড, সাইকাট্রিক ওপিডি, পিকু (পি আই সি ইউ), মিটিং হল, ডিজাব্লেড টয়লেট, ব্লাড কম্পোনেন্ট সেপারেটর ইউনিট ইত্যাদি পরিষেবার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হল।
এতে বাইরে থেকে আসা রোগীরা এবং দুস্থ অসহায় রোগীরা সুযোগ এবং সুবিধা পাবেন। কেউ যাতে হাসপাতালে এসে ফিরে না যায় সেটা আমরা দেখবো। আমাদের এই আধুনিক যন্ত্রপাতির সাহায্য অতি দরিদ্র মানুষেরা সব ধরনের সূযোগ এবং সুবিধা পাবেন। বিশেষ করে আগুনে পুড়ে আসা মানুষেরা প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে পড়েন তাই আমরা দেখব চিকিৎসা করাতে এসে তাদের যাতে ফিরে যেতে না হয়।এটা অতি জরুরী সব ধরনের মানুষের জন্য।জানালেন মেয়র।