বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক; ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। কিন্তু শেষ পর্যন্ত আর তাঁর ভোটে লড়া হল না। দ্বিতীয় প্রার্থী তালিকায় ডায়মন্ডহারবার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ।
ডায়মন্ড হারবার কেন্দ্রে আইএসএফের প্রার্থী হচ্ছে মজনু লস্কর। এছাড়াও আরও চারটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। যাদবপুর, বালুরঘাট, উলুবেড়িয়া এবং ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সব কটিই হেভিওয়েট কেন্দ্র। বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনায় দেরি হওয়ার কারণেই প্রার্থী তালিকা ঘোষণায় বিলম্ব।
নওশাদ সিদ্দিকি অনেকদিন আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চান। বারবার এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হল তাঁকে। আইএসএফ তাঁর জায়গায় ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী করেছে মজনু লস্করকে। কোনও ভাবেই তাঁকে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে দেয়নি দল।
অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হলে নওশাদকে অবধারিত হার স্বীকার করতে হবে এই আশঙ্কা করেই কি তবে ঝুঁকি নেয়নি আইএসএফ। যদিও বিজেপিও এখনও ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। প্রথমে বামেদের সঙ্গে আসন সমঝোতার পথে হেঁটেছিল আইএসএফ। কিন্তু দফায় দফায় আলোচনাতেই মেলেনি সমাধান। অবশেষে দ্বিতীয় তালিকা প্রকাশ করে তাঁরা।
ডায়মন্ড হারবার কেন্দ্রই শুধু নয় যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রেও প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ। যাদবপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী করেছে আইনজীবী নূর আলম খানকে। যাদবপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী ঘোষণা করায় ভোট ভাগ হয়ে যেতে পারে বামেদের এমন আশঙ্কা করা হচ্ছে। বালুরঘাটে সুকান্ত মজুমদারের বিপরীতে ISF প্রার্থী করেছে ডঃ মোজাম্মেল হককে। অন্যদিকে আবার উলুবে়ড়িয়ায় প্রার্থী করা হয়েছে মফিকুল ইসলামকে আর ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জামিল হোসেনকে।
এবারে ব্যারাকপুরও হাইভোল্টেজ কেন্দ্র। কারণ এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে পার্থ ভৌমিককে আবার বিজেপি প্রার্থী করেছে অর্জুন সিংকে। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে। তার মধ্যে আবার বামেদের সঙ্গে সমঝোতার পথে না হেঁটে একক লড়াইয়ের পথে হেঁটেছে ISF।