বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পাখির মড়ক লেগেছে মার্কিন মুলুকে। বার্ড ফ্লুতে শয়ে শয়ে পাখি মারা যাচ্ছে। প্রতিবছরই কোথাও না কোথাও বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেয়। তাতে উদ্বেগের কিছু নেই। সতর্ক থাকলেই হল। কিন্তু এবার গবেষকরা যে কথা শুনিয়েছে তাতে ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা।
গবেষকরা দািব করেছেন মার্কিন মুলুকে যে বার্ড ফ্লু দেখা দিয়েছে তা করোনার থেকেও ১০০ গুণ ভয়ঙ্কর এবং সংক্রামক। এই বার্ড ফ্লুয়ের সংক্রমণ যাঁদের মধ্যে ছড়াবে তাঁদের অর্ধেকের মৃত্যু নিশ্চিত। এতোটাই ঘাতক এই বার্ডফ্লু। H5N1 স্ট্রেন নিয়ে গবেষকরা যে তথ্য প্রকাশ্যে এনেছেন গবেষকরা তাতে রীতিমতো ঘুম উড়ে যাওয়ার অবস্থা।