বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: “রাজু বিস্তা হামারো হো”এই কথা দিয়েই পাহাড়ের মাটি ভরাতে চেয়েছিলেন বিমল গুরুঙ্গ কিন্তুু হল না, ভরল না পাহাড়ের জনসভা।আশা করেছিলেন পনেরো হাজার লোক হবে সেখানে মেরে কেটে মাত্র পনেরোশ লোক।
একেবারেই লোক হল না পাহাড়ের বিজেপীর সভায়। গুরুঙ্গ অবশ্য জানালেন মানুষ আসবেন,এবং তাদের ডাকেও সাড়া দেবেন। কিন্তুু সত্যি সত্যি কতটা হবে পাহাড়ের জনসভা? তবে কি বিমল গুরুঙ্গ এর আর আগের মতন দাপট নেই পাহাড়ের মাটিতে। না সেখানে থাবা বসিয়ে দিয়েছেন অনিত থাপা? একেবারেই লোক না হবার কারনে আফসোস বিজেপীর অন্দরেও। তবে কি গুরুঙ্গ কে নেওয়ায় ক্ষুদ্ব হলেন পাহাড়ের মানুষ। সেটা আপাতত সময় বলে দেবে। তবে গুরুঙ্গ এর দাপট আর আগের মতন পাহাড়ে নেই সেটা বুঝতে পেরেই নতুনভাবে পরিকল্পনা করতে চাইছে বিজেপী।