বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকালে শিলিগুড়ির দশ নং ওয়ার্ডে জেলা সভাপতির সাথে কালী মন্দিরে পূজো দিয়ে প্রার্থনা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা।
আজ সকালে তারা শিলিগুড়ির দশ নং ওয়ার্ডের কাউন্সিলার কমল আগরওয়ালকে সাথে নিয়ে মায়ের মন্দিরে যান। সেখানে মায়ের কাছে প্রার্থনা করে পূজো দেন। এদিন জেলা সভাপতি জানান কোন কিছু করবার আগে ভগবানের কাছে আর্শীবাদ নেওয়াটা অত্যন্ত জরুরী। ভগবানের আর্শীবাদ ছাড়া কোন ভালো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না। তাই আজকে কালী মন্দিরে এসে মায়ের চরনে আর্শীবাদ নিলাম। গোপাল লামা এদিন দশ নং ওয়ার্ডের স্থানীয় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন।তিনি জেলা সভাপতি এবং ওয়ার্ড কাউন্সিলার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট দেবার কথা বলেন। সাথে ছিলেন তৃণমূল কংগ্রেস এর স্থানীয় কর্মীরা।