বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বুধবার খেলতে নামবে কেকেআর। কারণ একদিকে কলকাতার ঘরের দল নাইট রাইডার্স খেলবে, অন্যদিকে দিল্লি শিবিরের সেনাপতির নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে বাংলা ক্রীড়া প্রেমীদের কাছে এই ম্যাচ কার্যত বঙ্গ ভঙ্গের। আইপিএলের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কেকেআর। অন্যদিকে, পর পর দুই ম্যাচে হারের পর সিএসকেকে হারিয়ে অক্সিজেন পেয়েছে দিল্লি।
প্রথম দুই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে কেকেআর। প্রথম দুটি ম্যাচে ব্যাট-বলে কেকেআরের জয়ে একাধিক প্লেয়ার নজরকাড়া পারফরম্যান্স করেছেন। সেই তালিকায় নাম রয়েছে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানাদের।
দিল্লি ম্যাচ ইন ফর্ম ভেঙ্কটেশ আইয়ারক পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে কেকেআর সূত্রে পাওয়া খবরে চিন্তা কমবে ফ্যানদর। দলর সঙ্গ ভাইজ্যাক অনুশীলন করেছেন ভেঙ্কটশ আইয়ার। দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা নেই।
দলের সবথেকে দামী ক্রিকেটার মিচেল স্টার্কের ফর্ম নিয়ে কিছুটা হলেও চিন্তায় ম্যানেজমেন্ট।তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সবথেকে বড় চিন্তার কারণ তারকা পেসার মিচেল স্টার্কের অফ ফর্ম। ২ ম্যাচে ৮ ওভার বল করে বিনা উইকেটে ১০০ রান খরচ করেছেন স্টার্ক। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে বোলিং কোচ ভরত অরুণকে প্রশ্ন করা হয় স্টার্কের ফর্ম নিয়ে। তিনি বলেন, “স্টার্ক বিশ্বের অন্যতম অভিজ্ঞ বোলার। হতে পারে প্রথম দুই ম্যাচে ও ভাল বল করতে পারেনি। কিন্তু খুব তাড়াতাড়ি ও সেরা ফর্মে ফিরবে।”
বোলিং কোচ বলেন, “আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। দলের সবার মনোবল খুব ভাল। জয়ের থেকে ভাল ওষুধ তো কিছু নেই। আমরা এই জয়ের ধারা এগিয়ে নিয়ে যেতে চাই।” কেকেআর দলের পরিবর্ত ক্রিকেটার কে হবেন সেটা নিয়ে চর্চা চলছে। বরুণ চক্রবর্তী বা সূয়শ শর্মার মধ্যে একজন হতে পারেন।
অন্যদিকে, এই ম্যাচে দিল্লি দলে প্রত্যাবর্তন করতে পারেন কুলদীপ যাদব। শেষ ম্যাচে চোটের জন্য খেলেননি। পৃথ্বি শ সুযোগটা কাজে লাগিয়েছেন ফলে এই ম্যাচেও তাঁকে দলে রাখা হবে। ত্রিস্তান স্টাবস এবং জ্যাক ফস্টারের মধ্যে কাকে খেলানো হবে সেটা নিয়েও চর্চা চলছে।
আইপিএলের ইতিহাসে ৩২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল।দিল্লি জিতেছে ১৫ বার, কেকেআর ১৬ বার, এক ম্যাচে ফলাফল হয়নি। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কেকেআর। নাইটদের রানরেট +১.০৪৭।
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশঃ ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী অথবা সূয়শ শর্মা, অনুকূল রয়।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশঃ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, পৃথ্বি শ, ঋষভ পন্থ, ত্রিস্তান স্টাবস অথবা জ্যাক ফস্টার, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, মুকেশ কুমার, অনরিখ নরখিয়া, ঈশান্ত শর্মা,খলিল আহমেদ, ললিত যাদব অথবা রাসিক সালাম।