বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মঙ্গলবার আইপিএলে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে আরসিবির কাছে জয়ে ফেরার লড়াই। শেষ ম্যাচে বিরাটরা হেরেছেন কেকেআরের কাছে। অন্যদিকে, প্রথম ম্যাচে রাজস্থানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের সরণিতে ফিরেছে লখনউ। ফলে আত্মবিশ্বাস নিয়েই এই ম্যাচে নামবে নবাবের শহরের দল।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এরমধ্যে আরসিবি জিতেছে তিনবার এবং একবার জিতেছে লখনউ। নয় নম্বরে রয়েছে আরসিবি। তিন ম্যাচের মধ্যে ২টিতে হেরে ২ পয়েন্ট ও -০.৭.১১ রান রেট বিরাটদের। লখনউ রয়েছে ছয় নম্বরে। দুই ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়ে ২ পয়েন্ট ও +০.০২৫ রানরেট রাহুলদের।
এই ম্যাচের আগে চর্চায় কেএল রাহুল । কারণ .পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শনিবারের ঘরের খেলায় রাহুল একজন বিকল্প হিসেবে খেলেছিলেন, লখনউম্যানেজমেন্ট তাকে এই ম্যাচে ফের নেতৃত্বে ফেরাতে উদ্যেগী। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন লখনউ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নিকোলাস পুরান। তাঁকে রাহুলের খেলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অনুশীলনের পর বোঝা যাবে রাহুলের অবস্থা।’
সোমবারের অনুশীলনে রাহুল উইকেট কিপিং থেকে সম্পূর্ণ দূরে ছিলেন। তিনি প্রথমে নির্দিষ্ট সময়ের স্প্রিন্ট এবং গতিশীলতা অনুশীলন করেন। প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার কড়া পর্যবেক্ষণে ছিলেন কর্ণাটকী তারকা। রাহুল পূর্ণাঙ্গ অনুশীলনের সময় তার শরীরের নড়াচড়ার সম্পূর্ণ পরিসরের করেননি, কয়েকবার তার বাম হাতের আঘাত অনুভব করেন।
রাহুল নেট বোলার এবং থ্রোডাউন বিশেষজ্ঞদের বিরুদ্ধে ব্যাটিং করেন, ১৫ মিনিটের সেশনের পর, তিনি ল্যাঙ্গারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ফলে এই ম্যাচেও হয়ত পরিবর্ত ক্রিকেটার হিসাবেই খেলবেন রাহুল। দীপক হুডাকে পরিবর্ত হিসাবে ব্যবহার করা হতে পারে। মায়াঙ্ক যাদবের দিকেও এই ম্যাচে নজর থাকবে।
অন্যদিকে আরসিবি শিবিরে চিন্তা আলজারি জোশেফকে নিয়ে, তিনি খেলায় ছাপ ফেলতে পারছেন না। তাঁর পরিবর্তে লুকি ফার্গুসন বা রস টপলি দলে আসতে পারেন।
আরসিবির সম্ভাব্য একাদশ – ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অনুজ রাওয়াত, আলজারি জোসেফ অথবা রিস টপলি, ময়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ, যশ দয়াল।
লখনউ দলের সম্ভাব্য প্রথম একাদশ- দেবদত্ত পাডিক্কাল, কুইন্টন ডিকক, কেএল রাহুল, আয়ূশ বাদোনি, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, মহসিন খান, মায়াঙ্ক যাদব, এস সিদ্ধার্থ