বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক সাথে জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং সাথে প্রার্থী গোপাল লামা আজকে শিলিগুড়ির আপার বাগডোগরার হনুমান মন্দিরে পূজো দিলেন দুজনেই।
আজ সকালে আপার বাগডোগরার হনুমান মন্দিরে গিয়ে পূজো দেন প্রার্থী গোপাল লামা এবং জেলা সভাপতি পাপিয়া ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। আজ সকালেই আপার বাগডোগরাতে পৌছে যান প্রার্থী গোপাল লামা এবং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন জেলা সভাপতি জানান নির্বাচনের আগে বিজেপী সারা ভারত জুড়ে ত্রাস তৈরী করে মানুষের কাছ থেকে জোর করে ভোট আদায় করতে চাচ্ছে, আর ভাবছে মানুষ সহজেই ভোট দেবে। কিন্তুু সেটা এবারে কখনোই ঘটবে না, বিজেপী এবারের লোকসভা নির্বাচনে পরাজিত হবে, জেলা সভাপতি আরো জানান বিজেপী ভাবছে ক্ষমতা থাকলে যা খুশী করতে পারা যায়, কিন্তুু এবারে মানুষ সেটা বুঝিয়ে দেবে যে জোর করে মানুষের মনকে জয় করা যায় না। এদিন প্রার্থী গোপাল লামাকে নিয়ে হনুমান মন্দিরে গিয়ে পূজো দেন জেলা সভাপতি এবং প্রার্থনা করেন।