বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঝড়ে আহতদের দেখতে আজ বিকেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌছলেন অভিষেক বন্দোপাধ্যায়।
আজ বিকেলে তিনি হাসপাতালে পৌছালে আহতদের পরিবারের লোকজন তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন। তাদের সান্ত্বনা দিয়ে অভিষেক বন্দোপাধ্যায় জানান তাদের চিকিৎসার সমস্ত ভার রাজ্যসরকার বহন করবে। তাদের কোন খরচ করতে হবে না। এদিন অভিষেক বন্দোপাধ্যায় জানান ঝড়ে যাদের ঘরবাড়ি একেবারে নিশিহন হয়ে গেছে তাদের কোন চিন্তা করতে হবে না,রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি তৈরীর সমস্ত খরচ দেওয়া হবে। তিনি আরো জানান রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত দায়ভার নেওয়া হবে।এদিন অভিষেক বন্দোপাধ্যায় হাসপাতালে গিয়ে আহতদের সাথে গিয়ে কথা বলেন। এবং ছোটদের সাথেও কথা বলেন। ডাক্তারদের জানান কি কি দরকার তিনি সব কিছুর ব্যাবস্থা করে দেবেন। অভিষেককে দেখে কান্নায় ভেঙে পড়েন কিছু কিছু অভিভাবক। অভিষেক তাদের সান্ত্বনা দিয়ে জানান মমতা বন্দোপাধ্যায় সাথে আছেন যখন চিন্তার কোন কারন নেই। অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে এদিন ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব।