বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যেদিন থেকে প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে সেই দিন থেকেই যুদ্বের ময়দানে নেমে পড়েছেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র। দুজনেই পাহাড় থেকে সমতল সকাল থেকে সন্ধ্যায় ঝড় তুলেছেন প্রচারে এই যুগলবন্দী এবারে অনেকটাই এগিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে।
সকাল থেকে সন্ধ্যা দলের জন্য ঝাপিয়ে পড়েছেন দুজনেই। জেলা সভাপতি জানিয়েছেন আমরা আত্মবিশ্বাসী যেখানে আমাদের দল এবারে ভালো ফল করবেই, অন্যদিকে মহিলা সভাপতি জানিয়েছেন দলের জন্য আমি আমার সেরাটাই দিয়ে দেব। মাঠে ঘাটে, সবজির দোকান, মাছের বাজার থেকে আরম্ভ করে মুদির দোকান এবং রাস্তায় বসা ফেরিওয়ালাদের কাছেও পৌছে যাচ্ছেন দুজনে। নির্বাচন আসতে আরো কয়েকদিন বাকি আছে, তবে তার আগেই যুদ্ব জয় করতে বেরিয়ে পড়েছেন দুজনেই। সকাল থেকে সন্ধ্যায় প্রচারে দেখা যাচ্ছে দুজনকেই। প্রার্থী গোপাল লামাকে সাথে নিয়ে দুজনেই মরনকামড় দিয়ে দিয়েছেন এই ভোটের যুদ্ধে জয়লাভ করবার জন্য। মাটিগাড়া থেকে বাগডোগরা, নকসালবাড়ি থেকে শিলিগুড়ি এবং পাহাড় থেকে বাগডোগরা এই যুগলবন্দী দাপিয়ে চলেছেন। ফলাফল হোক চৌঠা জুলাই কিন্তুু তার আগেই মানুষের মনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার জন্য আপ্রান চেষ্টা করে চলেছেন দুজনেই। একেবারেই মার্জিতভাবে ভোট চাওয়ার ব্যক্তি আগে এই ধরনের কেউ ছিলেন কিনা বলতে পারছেন না অনেকেই। তবে একেবারে ঝড় তুলে দিয়েছেন তারা এটা অতি বড় নিন্দুকও মেনে নিতে বাধ্য হবেন।