বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লক্ষীর ভান্ডারে টাকা বেড়েছে দ্বিগুন। তাই শিলিগুড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিলিগুড়িতে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের টাউন এবং মহিলা সদস্য এবং সমর্থক
এদিন তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র জানান আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে ভাবেন বলেই আমাদের জন্য এতকিছু শুরু করে দিয়েছেন। তাই আমাদের উচিত তাকে কিছু ফিরিয়ে দেওয়া। তাই সামনের লোকসভা ভোটে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে বিজেপীর বিরুদ্ধে। আমরা জানি জয় আমাদের হবেই তাই তার আগে আমাদের কর্মীদের কাছে আমাদের অনুরোধ আপনারা সবাই আসুন একসাথে কাজ করি। আর তৃণমূল জীতলে আপনারাই তো লাভবান হবেন। শুধুমাত্র সময় দিন দলকে একটু। ভালো থাকবেন আপনারা। জানালেন সুস্মিতা বোস মৈত্র। এদিন উপস্থিত ছিলেন প্রচুর সাধারন মানুষও।