বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::নির্বাচনে অংশগ্রহণে শিক্ষকদের আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আর সেই ভোটের কাজে অংশগ্রহণ না করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। যদিও তাঁদের আনা মামলায় কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। একই সঙ্গে বিচারপতি ভট্টাচার্য জানিয়েছেন, এই নিয়ে ২০১০ সালে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি রয়েছে। তাছাড়া প্রশাসনিক বিষয়ে ইতিমধ্যেই নির্বাচনী বিধি লাঘু হয়ে গিয়েছে।

এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না বলেই জানায় কলকাতা হাইকোর্ট। এদিন আদালতে মামলাকারিদের তরফে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত জানান, তাঁর মক্কেলরা প্রবীণ শিক্ষক। প্রত্যেকেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাদের সিনিয়রিটির কথা বিবেচনা করা উচিত। একই সঙ্গে, একজন এ গ্রেট অফিসারদের নির্বাচনের কাজে লাগানো নিয়েও প্রশ্ন তোলান তিনি।

যদিও এনিয়ে আদালত কোনও হস্তক্ষেপ করেনি। ফলে আগামী নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতেই হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। তাতে আর কোনও বাঁধা রইল না। যদিও এই বিষয়ে ফের শীর্ষ আদালতে তাঁরা দ্বারস্থ হবেন কিনা তা স্পষ্ট নয়।
অন্যদিকে ভোটের আগে (Lok Sabha Election 2024) বাংলায় আসছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। একাধিক পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। এবার বাংলার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের। যে কোনও ভোটেই পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন।

কিন্তু এবার নজিরবিহীন ভাবে অনেক আগে থেকেই বাংলায় পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। অবসরপ্রাপ্ত আইপিএস অনিলকুমার শর্মাকেই সম্ভবত বিশেষ পুলিশ পর্যবেক্ষক করে বাংলায় পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। চণ্ডীগড় থেকে তাঁকে রাজ্যে পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

এবার ভোট ঘোষণার (Lok Sabha Election 2024) অনেক আগেই বাংলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আইন-শৃঙ্খলা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দিতে চাইছে কমিশন। একই ভাবে ভোটের অনেক আগেই বাংলায় বিশেষ পর্যবেক্ষককেও কমিশন পাঠাতে চলেছে বলে মনে করা হচ্ছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে। ভোট হবে বাংলার একাধিক আসনেও। আর প্রথম দফার এই নির্বাচনের আগেই বাংলায় পৌঁছে যাবেন বিশেষ এই পুলিশ পর্যবেক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *