বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। বৃষ্টির পূর্বাভাস থাকলেও মঙ্গলবার বাংলায় সামান্যই বৃষ্টি হয়েছে। এক ধাক্কায় তাপমাত্রা বেশ অনেকটা বেড়ে গেছে। তবে বৃষ্টি কিন্তু চলে যায় নি। আলিপুর হাওয়া অফিস বলছে, আজ বৃষ্টির সম্ভাবনা আছে।
হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে (South Bengal)। আবহাওয়াবিদরা বলেছেন, বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন রয়েছে। প্রতিনিয়ত তা স্থান পরিবর্তন করছে। তার থেকেই জলীয়বাস্প ছড়িয়ে বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ কম বেশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনার দিকে। ওদিকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। একলাফে বেশ খানিকটা বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ৩৬-৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবল সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হবে। তবে গতকালের মত ওই পরিমাণে ঝড়-বৃষ্টি হবে না। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শিলাবৃষ্টিও হতে পারে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করেছে।